অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকা সায়েন্সল্যাব মোড়

শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন। সোমবার বিকাল ৩টা ৫৫ মিনিটে পূর্ব ঘোষিত সময়ে ঢাকা কলেজের মূল ফটকের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা জড়ো হন এবং একটি মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে যানচলাচল বন্ধ করেন। এ কারণে এলিফ্যান্ট রোড, মিরপুর রোড এবং ধানমন্ডি ২ নম্বর সড়কের যান চলাচল বাধাগ্রস্ত হয়েছে।

অবরোধের সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন ‘চাকরি তার, মেধা যার’, ‘No Quota, No Discrimination’, ‘সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘সংগ্রাম না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, এবং ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’।

আরও পড়ুন:  পাহাড়ে নববর্ষ ও চৈত্র সংক্রান্তির সাতরঙা উৎসব

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে অবরোধ করা শিক্ষার্থীরা বলেছেন, তাদের এই মুহূর্তে একমাত্র দাবি হলো কোটা বাতিল করা। তাদের অভিযোগ, কোটার মাধ্যমে বিশেষ একটি শ্রেণিকে অতিরিক্ত সুযোগ দেওয়া হচ্ছে, যা বৈষম্যের সৃষ্টি করছে। শিক্ষার্থীরা সম্প্রতি বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনাও উল্লেখ করেছেন এবং এই ধরনের দুর্নীতির কারণে সাধারণ শিক্ষার্থীদের কোনো আশার জায়গা থাকছে না বলে অভিযোগ করেন।

তারা আরও বলেন, “সামগ্রিকভাবে একটি সিস্টেম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তা টেনে তোলা কঠিন। একদিকে প্রশ্ন ফাঁস, অন্যদিকে কোটা, তাহলে সাধারণ শিক্ষার্থীদের কোনো জায়গা নেই। সেজন্য এই মুহূর্তে আমাদের এক দফা এক দাবি-কোটা বাতিল করতে হবে।”

অবরোধের ফলে সায়েন্সল্যাব মোড়ে নিউমার্কেট থানা ও ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তাদের অবস্থান করতে দেখা গেছে। এছাড়া, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন, যা রবিবারের মতো আজও তীব্র যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা করছে।

আরও পড়ুন:  সাভারে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, পুড়ে নিহত একই পরিবারের চারজন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *