ভারতের প্রতি আইসিসির পক্ষপাতিত্বের বিষয়টি এখন অনেকটাই ওপেন সিক্রেট। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতকে নানান সুবিধা দিয়েছে ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। এ নিয়ে সরব স্বয়ং ভারতীয় সাবেক ক্রিকেটারসহ অনেক ক্রিকেট বিশ্লেষেই। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন তো সরাসরিই বললেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পূর্ণ সাজানো হয়েছে ভারতের জন্য।

ভারত জানত, সেমিফাইনালে উঠলে ম্যাচটি হবে গায়ানায়। ক্যারিবীয় অঞ্চলে অন্যতম স্পিনবান্ধব উইকেট এটি। সে অনুযায়ী দল সাজিয়ে ইংল্যান্ডকে ধারাশায়ী করেছে দলটি। রবীন্দ্র জাদেজা থাকার পরও তাই একাদশে বাড়তি স্পিনার হিসেবে সুযোগ পান অক্ষর প্যাটেল, যাঁর হাত ধরেই বার্বাডোজের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। এছাড়া ভারতের প্রতিটা ম্যাচই হয়েছে স্থানীয় সময় সকালে। যে সুবিধা দেওয়া হয়নি অন্য কোনো দলকে।

ভারতকে সুবিধা দেওয়ার জন্যই যে আইসিসি এভাবে বিশ্বকাপ সূচি সাজিয়েছে, তা আলাদা করে বলার প্রয়োজন নেই। দেশটির সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারই ইএসপিএনক্রিকইনফোতে বলেছেন, ‘পরিষ্কার সুবিধা দেওয়া হয়েছে। রোহিতকে এটা মানতেই হবে। সে বলতে পারবে না যে এটা তাদের কাজটা সুবিধা করে দিচ্ছে না। ভারত নিশ্চয়ই তাদের দল সাজিয়েছে এটা মাথায় রেখে।’

আরও পড়ুন:  বগুড়া আদর্শ আহছানিয়া মিশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

বিশ্বকাপের নক আউট পর্বে ভারতের পারফরম্যান্স ভালো নয়। সেটিও নাকি এ ক্ষেত্রে মাথায় রাখা হয়েছে, এমন আভাস দিয়েছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার, ‘সেমিফাইনাল ও ফাইনাল ভারতের সমস্যা ছিল। যখন আপনি জানবেন আপনার খেলা গায়ানায়, তখন আপনি চার স্পিনার দলে রাখবেন। এটাই হবে একটা কারণ।’

https://dakdiyejai.news/

বিশ্বকাপে মতো জায়গায় ভারতে বাড়তি সুবিধা দেওয়ায় মাঞ্জরেকারের মতো আইসিসির খোলামেলা সমালোচনা করেছেন ভনও। ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে তিনি বলেছেন, ‘এটা তাদের (ভারত) টুর্নামেন্ট। তারা যেখানে চায়, সেখানে খেলছে। তারা জানে তাদের সেমিফাইনাল ম্যাচ কোথায় হবে। তারা প্রতিটা ম্যাচ খেলছে সকাল বেলা, যেন ভারতের দর্শকরা রাতের বেলা টিভিতে খেলা দেখতে পারে।’

‘আমি বুঝতে পারছি। বিশ্ব ক্রিকেটে টাকার বিষয়টি গুরুত্বপূর্ণ। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ হলে বিষয়টি বোধগম্য হতো। কিন্তু আপনি যখন বিশ্বকাপ খেলবেন, আইসিসির উচিত অন্য দলগুলোর প্রতি আরও স্বচ্ছ হওয়া। ভারতের কারণে ক্রিকেটে টাকা আসে, তাই এই সুবিধা পেতে পারে না। আমি যেমনটা বললাম, দ্বিপাক্ষিক সিরিজে এসব হলে আমি বুঝতাম। কিন্তু বিশ্বকাপে আপনি একটি দলের প্রতি সহমর্মিতা, পক্ষপাত দেখাতে পারেন না। এই বিশ্বকাপ সম্পূর্ণ ভারতের জন্য সাজানো হয়েছে।’

আরও পড়ুন:  বাংলাদেশে সহিংসতায় ৩২ শিশু নিহত: ইউনিসেফ

আরেক ইংলিশ সাবেক ক্রিকেটার ডেভিড লয়েড প্রতিটি আইসিসি টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের ম্যাচ হতে দেখে অবাক। তাঁর দৃষ্টিতে এটি এক ধরনের ‘ফিক্সিং’। জনপ্রিয় ধারাভাষ্যকার লয়েড টক স্পোর্টসে বলেন, ‘আমরা ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নিয়ে কথা বলি। এটা বড় একটা টুর্নামেন্টের ফিক্সিং। খেলাটাই কিন্তু মঞ্চ। আপনি এটাকে ফিক্স করতে পারেন না। এটা তো কিছুই নয়। আমরা আরও অনেক কিছুই ফিক্স করি। এই বিশ্বকাপেই তো কত কিছু আগে থেকে নির্ধারণ করে রাখা হয়েছে (সূচি, ভেন্যু)। আপনি কারসাজি করার চেষ্টা করছেন, এটা ঠিক নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *