সেমিফাইনালে ভারত, বাংলাদেশ ম্যাচের দিকে তাকিয়ে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। অন্যদিকে, সুপার এইটের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে সেমিফাইনালের পথটা আগেই নড়বড়ে হয়ে পড়েছিল অস্ট্রেলিয়ার। আজ ভারতের কাছে হেরে সেটি পড়ল চূড়ান্ত শঙ্কায়।

অজিদের সেমিফাইনালে ওঠার সমীকরণ এখন আর নিজেদের হাতে নেই। আগামীকাল ভোরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় পেলেই কেবল রানরেট বিচারে ওঠার সুযোগ থাকবে। আর আফগানিস্তান জিতে গেলে বিদায় নিশ্চিত হবে ২০২১ সালের চ্যাম্পিয়নদের।

গ্রস আইলেটে এদিন প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে জয়ের সম্ভাবনা জাগায় অস্ট্রেলিয়াও। তবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানেই থামতে হয় তাদের। হার দেখে ২৪ রানের।

২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরুতেই হারায় ডেভিড ওয়ার্নারকে। তবে দ্বিতীয় উইকেটে ভারতকে চোখ রাঙানি দেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। দ্বিতীয় উইকেটে মাত্র ৪৮ বলে যোগ করেন ৮১ রান। এই রানে অধিনায়ক মার্শ ৩৭ রান করে ফেরেন। তৃতীয় উইকেটেও দারুণ খেলে অস্ট্রেলিয়া। ১৩ ওভার শেষে অজিদের রান দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ১২৮।

আরও পড়ুন:  একদিনেই ৪ কিশোরীসহ ধর্ষণের শিকার ৫ জন ঢাকা মেডিকেলে ভর্তি

তবে এরপরই খেই হারায় অস্ট্রেলিয়া। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলদের স্পিনে আর কোমড় সোজা করে দাঁড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৮১ রানে থামে দলটি। বৃথা যায় হেডের ৪৩ বলে ৭৬ রানের ইনিংস।

গ্রস আইলেটে প্রথমে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ভারত। আবারও ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি ফিরলেন কোনো রান না করেই। এরপরই অস্ট্রেলিয়ার বোলারদের তুলোধুনো শুরু করেন রোহিত শর্মা। এর মধ্যে মিচেল স্টার্কের এক ওভারেই ৪ ছক্কায় তুলে নেন ২৯ রান। রোহিত থামলেন দলের রান যখন ১১ ওভার ২ বলে ১২৭। ততক্ষণে খেলে ফেলেছেন ৪১ বলে ৯২ রানের বিস্ফোরক ইনিংস। ৭টি চার ও ৮ ছক্কায় নিজের ইনিংস সাজান রোহিত। অবশ্য তার আগেই দলীয় ৯৩ রানের মাথায় ১৩ বলে ১৪ রান করে ফিরেছেন রিশাভ পান্ত।

আরও পড়ুন:  হৃদয়কে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা

রোহিতের বিদায়ের পর রানের গতি কিছুটা কমে যায়। সূর্যকুমার যাদব ১৬ বলে ৩১ রানের দারুণ ইনিংস খেললেও পাঁচে নামা শিভাম দুবের ইনিংস ছিল কিছুটা ধীরগতির। ২২ বলে ২৮ রান আসে তার ব্যাট থেকে। তবে হার্দিক পান্ডিয়ার ১৭ বলে অপরাজিত ২৭ রানের ইনিংসে ঠিকই দুইশ পার করে ভারত।

প্রথম ওভারে দারুণ বল করার পর দ্বিতীয় ওভারে ২৯ রান দেন স্টার্ক। তবে শেষ দুই ওভারে আবার বল হাতে জাদু দেখান এই গতিময় পেসার। শেষ পর্যন্ত ৪ ওভারে ৪৫ রান খরচায় তার শিকার ২ উইকেট। ২ উইকেট পেলেও ৪ ওভারে স্টোয়নিস খরচ করেন ৫৬ রান। অজিদের হয়ে বল হাতে সবচেয়ে সফল জশ হ্যাজলউড। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ১ উইকেট নেন এই পেসার..

আরও পড়ুন:  মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবি পড়ার সিদ্ধান্ত

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *