ঈদুল আজহায় মুক্তি পাওয়া বুবলী অভিনীতরিভেঞ্জ’ ছবিটি বক্স অফিসে ভালো ফলাফল করতে পারেনি। টিকিট বিক্রির সংখ্যা আশানুরূপ না হওয়াতে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ছবিটির প্রদর্শন বন্ধ করে দিয়েছে।

সিনেমার মুক্তির প্রচারণার অংশ হিসেবে বুবলী বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। এরই ধারাবাহিকতায়, বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের একটি অনুষ্ঠানে তিনি উপস্থাপকের এক প্রশ্নের উত্তরে জানান যে, কিছুক্ষণের জন্য তিনি শাকিব খান হতে চান।

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘বসগিরি’ ছবিতে প্রথম দেখা যায় বুবলীকে। এরপর শাকিবের সঙ্গে জুটি বেঁধে ডজনখানেক ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবি করতে গিয়েই শাকিব–বুবলীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে তাঁদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।

আরও পড়ুন:  ঢাকায় আজও ১১ ঘণ্টা কারফিউ শিথিল

২০১৮ সালের জুলাইয়ে শাকিবের সঙ্গে বুবলীর বিয়ে হয় এবং ২০২০ সালের মার্চে তাঁদের পুত্রসন্তানের জন্ম হয়। সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। শাকিব বর্তমানে বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করলেও, বুবলীর দাবি তাঁদের এখনো বিচ্ছেদ হয়নি।

বুবলী একবার বলেছিলেন, তিনি আর কখনো শাকিব খানের নাম মুখে আনতে চান না, তবে বিভিন্ন সংবাদ সম্মেলন ও টেলিভিশন অনুষ্ঠানে তাঁকে শাকিব খানকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে। এই ঘটনাতেও তাই ঘটেছে।

ঈদে মুক্তি পাওয়া ‘রিভেঞ্জ’ ছবিতে বুবলীর সহশিল্পী ছিলেন জিয়াউল রোশান। মোহাম্মদ ইকবাল পরিচালিত এই ছবিটি নিয়ে ঈদ–পরবর্তী একটি অনুষ্ঠানে রোশানসহ হাজির হয়েছিলেন বুবলী, যেখানে ব্যক্তিজীবন, নিজেদের সিনেমা ও অভিনয় প্রসঙ্গে আলোচনা করেন তাঁরা।

আরও পড়ুন:  বাংলাদেশের বাজেট ১৯৭২ থেকে ২০২৪

অনুষ্ঠানের এক ফাঁকে উপস্থাপিকা বুবলীকে প্রশ্ন করেন, যদি ঘুম থেকে উঠে দেখেন আপনি একজন নায়ক কিংবা নায়িকা হয়ে গেছেন, তাহলে সেটা কে হতে চাইবেন? জবাবে বুবলী বলেন, ‘ঘুম থেকে উঠে অবশ্যই বুবলীই হতে চাইতাম। তবে কিছুক্ষণের জন্য শাকিব খান হতে চাইতাম। কী চলে তার ব্রেনে, সেটা বোঝার জন্য। এটা আসলে দরকার।’

এই সময় উপস্থাপিকা পাল্টা প্রশ্ন করেন, এত বছর একসঙ্গে থেকেও এটা বোঝা যায়নি? বুবলী এর উত্তরে বলেন, ‘অনেক মানুষই আছেন যারা ৩০ বছর একসঙ্গে সংসার করেও নিজেদের চিনতে পারে না। সে জন্য ওই মানুষটা হয়ে দেখতে হবে, তার ব্রেনে কী চলছে।’

‘রিভেঞ্জ’ সিনেমায় বুবলী ও রোশান ছাড়াও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, সীমান্তসহ অনেকে। ঈদ উৎসবে ১৩ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি, তবে বক্স অফিসে খুব বেশি সাফল্য লাভ করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *