দুবাই মল নাকি স্বপ্নের রাজ্য! কি আছে এই মলে?

আরব আমিরাতে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার পাশে অবস্থিত দুবাই মল। শপিং প্রেমীদের জন্য এক স্বপ্নময় স্থান। প্রায় ১২ মিলিয়ন বর্গ ফুট জায়গা
জুড়ে বিস্তৃত পৃথিবীর ঝলকানো বিনোদনমুখর সাম্রাজ্য দুবাই মল।

আনুমানিক ৫০টি ফুটবল মাঠের মতো জায়গা জুড়ে গড়ে উঠা ১২০০টি দোকান, বিলাসবহুল হোটেল, হরেক রকম ডিপার্টমেন্টাল স্টোর এবং প্রায় কয়েক শো
রেস্টুরেন্ট নিয়ে দুবাই মল পরিবেষ্টিত।

এছাড়াও রয়েছে অ্যাকোরিয়াম, আন্ডার ওয়াটার জু এবং থিম পার্ক সহ নানা বিনোদনের আয়োজন। আর তাই দুবাই বেড়াতে আসা পর্যটকদের কাছে দুবাই মহল
থাকে সবার শীর্ষে।

শপিং ছাড়াও দুবাই মলে ফ্যাশন সচেতনদের জন্য রয়েছে বার্সেস ও বারবেরীর মত নামী দামী ব্র্যান্ডের সমাহার।এছাড়া দুবাই মল ‘গোল্ড সৌক’ সোনার জন্য
বিখ্যাত।

আরও পড়ুন:  ছোটপর্দায় আজকের খেলার বিবরণ

উল্লেখ্য, দুবাই মল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শপিং মল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *