ঈদের ছুটি শেষে সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস কার্যক্রম কাল থেকে শুরু হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, চাকরিজীবীরা এবার থেকে এক ঘণ্টা বেশি অর্থাৎ মোট আট ঘণ্টা অফিস করবেন।

অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, যা পূর্বের সাত ঘণ্টার চেয়ে এক ঘণ্টা বেশি

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এবারের ঈদুল আজহার তিন দিনের ছুটি শুরু হয় গত রোববার এবং শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১৮ জুন)। এর আগে ১৪ ও ১৫ জুন ছিল সাপ্তাহিক ছুটি, যার ফলে সরকারি চাকরিজীবীরা মোট পাঁচদিন ছুটি উপভোগের সুযোগ পান।

নতুন অফিস সময়সূচী অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে হবে। এর মধ্যে বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি থাকবে।

আরও পড়ুন:  হাসনাতের বক্তব্য ‘অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব গল্পের সম্ভার’: নেত্র নিউজকে বলল সেনাসদর

এ বিষয়ে গত ৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট সাত ঘণ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *