বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর উদ্যোগে প্রতিষ্ঠিত গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিস-এ যোগ দিয়েছে। বৃহস্পতিবার জেনেভায় কোয়ালিশনের প্রথম ফোরামে বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ থেকে যোগদানের সরকারি সিদ্ধান্ত কোয়ালিশন সচিবালয়ে পৌঁছে দেয়া হয় বলে আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠিত হয়েছে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনে বহুপাক্ষিক সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদারকরণের মাধ্যমে বিশ্বব্যাপী সামাজিক ন্যায়বিচার ও ন্যায্যতার ঘাটতি পূরণের লক্ষ্যে। এ কোয়ালিশন গত বছরের নভেম্বরে প্রতিষ্ঠিত হয় এবং ২০২৩ সালের জুনে ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট-স্যোসাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এ বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে ৫ দফা সুপারিশ উপস্থাপন করেন, যা কোয়ালিশনের কাজের ভিত্তি হিসেবে গৃহীত হয়েছে।

আরও পড়ুন:  ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

কোয়ালিশনের প্রধান অগ্রাধিকারগুলির মধ্যে রয়েছে অসমতা ও বৈষম্য মোকাবেলা, শ্রমিক অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা, এবং টেকসই ব্যবসা ও শোভন কর্মসংস্থান। এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থা, সরকার ও বেসরকারী অংশীদারদের কার্যকর সমন্বয় ও অংশগ্রহণের মাধ্যমে নীতিগত সামঞ্জস্য আনয়নে এ কোয়ালিশন কাজ করবে।

বর্তমানে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, স্পেন, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, মেক্সিকোসহ ৭২টি দেশের সরকার এ কোয়ালিশনের অংশীদার। বাংলাদেশ ৭৩তম দেশ হিসেবে এ কোয়ালিশনের অংশীদার হলো। সরকার ছাড়াও বিভিন্ন দেশের শ্রমিক সংগঠন, মালিক সংগঠন, বেসরকারি সংস্থা, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাসমূহ, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এবং কিছু ব্যবসা প্রতিষ্ঠানও এর অংশীদার।

ন্যায্যতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন হিসাবে বাংলাদেশ এ কোয়ালিশনে যোগ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরও পড়ুন:  ভারতে সাংবাদিকদের ফোনে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস

 

ডাক দিয়ে যাই // মোহাম্মদ ফয়সাল আলম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *