ভারতের সংসদে পেশ করা এক প্রতিবেদনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তার বিষয়ে ভারতের সিদ্ধান্ত ‘মানবিক দৃষ্টিকোণ’ থেকে নেওয়া এবং দেশটির ঐতিহ্য ও পরম্পরাকে বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। খবর বিবিসির।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি এ সংক্রান্ত একটি রিপোর্ট ভারতের সংসদে পেশ করে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংসদীয় কমিটি লক্ষ্য করেছে যে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি দেশটির মূল্যবোধ ও মানবিক ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। গুরুতর দুর্দশাগ্রস্ত বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ঐতিহ্য ভারতের রয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়।
এ বিষয়ে শেখ হাসিনার কর্মকাণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সংসদীয় কমিটিকে জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার কাছে থাকা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম ব্যবহার করে বিবৃতি দিচ্ছেন। তবে ভারত কখনোই তাকে ভারতীয় ভূখণ্ড থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক স্থান প্রদান করেনি বলে স্পষ্ট করেন তিনি।
প্রতিবেদনটি সংসদে উপস্থাপনের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাকে ফিরিয়ে দেওয়ার জন্য ইতোমধ্যে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ।







