বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না ভারত: দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস

বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না—এমনটাই জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভারত ও বাংলাদেশের উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সচেতন যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো পরিবর্তনশীল। ফলে এই পরিস্থিতি মূল্যায়নে পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো দেশে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়গুলোতে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটতে পারে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জনপ্রিয় তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়েছে।

হাইকমিশন জোর দিয়ে জানায়, বাংলাদেশে চলমান পরিস্থিতির দিকে ভারত সতর্ক দৃষ্টি রাখলেও দেশটি তার প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না।

আরও পড়ুন:  নির্বাচন এলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায়: সালাহউদ্দিন

প্রসঙ্গত, নয়াদিল্লিকে উদ্দেশ্য করে বিক্ষোভকারীরা অভিযোগ করেছে, দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পূর্ববর্তী সরকারের সদস্যদের আশ্রয় দিয়ে আসছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *