ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যেসব মসলা

ডায়াবেটিস মানেই জীবনে নানা রকম বিধি-নিষেধ মেনে চলা। অতিরিক্ত ক্যালরি ও কার্বোহাইড্রেটযুক্ত খাবার, অনিয়মিত ঘুম, মানসিক চাপ, অবসাদ ও উদ্বেগের কারণে রক্তে শর্করার মাত্রা দ্রুত ওঠানামা করতে শুরু করে। এই সব কারণেই আজ ঘরে ঘরে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে চলেছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে খাওয়াদাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া জরুরি।

নিয়মিত শরীরচর্চা ও সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি প্রতিদিনের ডায়েটে কিছু উপকারী মসলা রাখলেও এই রোগকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। চলুন, জেনে নিই।আদা : প্রদাহ কমানো থেকে জীবাণুনাশ—নানাভাবে উপকারী আদা। আদার রস শরীরে ইনসুলিন উৎপাদনে সাহায্য করে।

ইনসুলিনের মাত্রা ঠিক থাকলে রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। আদা দেওয়া চা খেলেও উপকার পাওয়া যায়।মেথি : ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথি অত্যন্ত কার্যকর। সকালে ভেজানো মেথির পানি পান করুন অথবা রান্নায় মেথির ফোড়ন দিন, যে ভাবেই গ্রহণ করা হোক না কেন, এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

আরও পড়ুন:  শীতকালে কালোজিরাতেই পাবেন সব রোগের মুক্তি!
দারচিনি : ডায়াবেটিকদের জন্য দারচিনি খুবই উপকারী। প্রতিদিন অল্প পরিমাণ দারচিনির গুঁড়ো রান্নায় ব্যবহার করলে ইনসুলিন হরমোন আরও সক্রিয় থাকে, ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। নিয়ম করে দারচিনি ভেজানো জল খেলেও উপকার মিলবে।

জয়িত্রী : অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর জয়িত্রী রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। চায়ের সঙ্গে অল্প জয়িত্রী মিশিয়ে খেলে ডায়াবেটিক রোগীরা উপকার পেতে পারেন।

সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *