সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদি রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ ওসমান হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন।
এ সময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানের মধ্যে ছিল— ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুর্দাবাদ’, ‘এক দফা এক দাবি, আসিফ নজরুলের পদত্যাগ’, ‘এক দফা এক দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’।
এদিকে রাতে ইনকিলাব মঞ্চ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ওসমান হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট দেয়। পোস্টে বলা হয়, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।







