আর শ্বাস নিতে পারছি না, আমাকে মেরে ফেলছো: আটকা পড়া ডেইলি স্টার সাংবাদিক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ কয়েকজন। বৃহস্পতিবার রাতে প্রথমে প্রথম আলো ভবনে পরে ডেইলি স্টারে আগুন দেওয়া হয়।

এ ঘটনায় ডেইলি স্টার ভবনে আটকা পড়েছেন অনেক সংবাদকর্মী। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী।

ভবনটিতে আটকা পড়া ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম তার ফেসবুকে লিখেছেন, আমি আর শ্বাস নিতে পারছি না। চারদিকে খুব বেশি ধোঁয়া। আমি ভেতরে আটকে আছি। তোমরা আমাকে মেরে ফেলছ।

ডেইল স্টারের সাংবাদিক রাকিবুল হক ও রাকসান্দা রহমান জানান, আগুন দেওয়ার পর অনেকেই আটকা পড়েছেন। সবাই ছাদে গিয়ে উঠেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *