আজ মহান বিজয় দিবস। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে রাজধানীর চেরি ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। আজ সকালে স্কুল ক্যাম্পাসে স্মৃতিসৌধে শিক্ষার্থীরা ও স্কুল কর্তৃপক্ষ বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বিদ্যালয়ের প্রিন্সিপাল ও চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ড. সালেহা কাদের উপস্থিত ছিলেন।
ভাইস প্রিন্সিপাল ড. আফসানা আমিন সহ শতাধিক শিক্ষার্থী ও কোমলমতি শিক্ষার্থীরা সারিবদ্ধ ভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শিক্ষাবিদ ডক্টর সালেহা কাদের বলেন, মহান বিজয় দিবস আমাদের জীবনে মহোত্তম অর্জন। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালির সর্বাত্মক বিজয় অর্জন করেন। আমাদের সুমহান ইতিহাস ঐতিহ্য ধারণ করে আগামী প্রজন্মকে বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এজন্য শিক্ষার বিকল্প নেই। আমাদের তরুণ প্রজন্ম মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের তাৎপর্য বুকে ধারণ করে লাল সবুজের পতাকার মান সমুন্নত রাখবে এই কামনা করছি।
উল্লেখ্য, চেরি ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল বাঙালি সংস্কৃতি চর্চায় বদ্ধপরিকর। নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে যে কোন জাতীয় দিবস এর পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক মানবিক কর্মসূচিতে বিশেষ অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানটি দেশে এবং বিদেশে পুরস্কার ও প্রশংসা অর্জন করেছে।







