হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স উড়ল সিঙ্গাপুরের উদ্দেশে

উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছে। সোমবার দুপুর ১টা ৫৮ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি।

এর আগে বেলা ১১টা ২২ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়। পরবর্তীতে দুপুরের দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে বিমানবন্দরে নেওয়া হয়।

দুপুর দেড়টার কিছু আগে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে।

হাসপাতাল সূত্র জানায়, আইসিইউ থেকে সরানোর সময় হাদির শারীরিক অবস্থা ছিল তুলনামূলকভাবে স্থিতিশীল ও অনুকূল। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে বিশেষ ব্যবস্থায় নিচে নামানো হয়। এ সময় তার দুই ভাই সঙ্গে ছিলেন।

আরও পড়ুন:  এখন আর কেউ আন্দোলনের মাস্টারমাইন্ড হতে চাচ্ছেন না : রনি

হাদির চিকিৎসা–সংক্রান্ত সংশ্লিষ্টরা জানান, আইসিইউ থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে নেওয়ার পুরো প্রক্রিয়া সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। তার বর্তমান অবস্থা বিবেচনায় চিকিৎসকরা বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দেন।

এদিকে, শরীফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুল্যান্সে তুলে দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা, তার বিশেষ সহকারী এবং স্বাস্থ্য সচিব। তারা হাদির শারীরিক অবস্থা ও চিকিৎসা–সংক্রান্ত সার্বিক বিষয় তদারকি করেন।

হাদির পরিবার ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

প্রসঙ্গত, ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *