শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ফুল হাতে সমবেত হন। দিনের প্রথম প্রহর থেকেই বিভিন্ন দলের ব্যানারে শ্রদ্ধা নিবেদন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের চেয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতিই বেশি লক্ষ্য করা গেছে।
বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ও স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হল, ঢাকা কমার্স কলেজ এবং মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে। শ্রদ্ধা জানাতে আসা শিক্ষার্থীরা ১৯৭১ সালের সেই নির্মম হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান।
তারা বলেন, পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদররা বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই এই জঘন্য পরিকল্পনা বাস্তবায়ন করেছিল। শিক্ষার্থীরা প্রত্যয় ব্যক্ত করেন যে, জাতি কখনও এই ঘাতকদের ক্ষমা করবে না এবং মুক্তিযুদ্ধের চেতনা অনন্তকাল ধরে মানুষের হৃদয়ে জাগরূক থাকবে।
এদিকে দিবসটি ঘিরে রায়েরবাজার স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগতদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং আর্চওয়ের মাধ্যমে তল্লাশি করে সবাইকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।







