‘ভাবিনি পৃথিবীতে এত কিছু আমার জন্য অপেক্ষা করছে’

দুবাইয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে যোগ দেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। যেখানে তিনি নিজের জীবনের এমন এক ঘটনা বলেন যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। বলিউড জগতে পা রাখার আগেই জীবনে নেমে আসা সেই ভয়াবহ অভিজ্ঞতা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দুবাইতে তার নামে নামকরণ করা একটি বিলাসবহুল বাণিজ্যিক টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ। অনুষ্ঠানে তার দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক ফারাহ খানও তার সঙ্গে যোগ দেন।

ফারাহর সঙ্গে কথোপকথনের সময়েই অভিনেতা তার জীবনের সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করেন। শাহরুখ বলেন, ‘আমার জীবন বদলে দেওয়ার মুহূর্তটি এসেছিল খুব অল্প বয়সে, যখন আমি আমার বাবা-মাকে হারাই। আমার মনে হয়েছিল, তারা আকাশের তারা হয়ে গেছেন। তারা আর আমাকে দেখতে পাবেন না।’

আরও পড়ুন:  উত্তেজনার মধ্যে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান

অভিনেতা আরও জানান, এই শোক তাকে আরও কঠোর পরিশ্রমী করে তোলে, আরও বড় মানুষ হওয়ার প্রেরণা জোগায়। তা কথয়, ‘আল্লাহ খুবই দয়ালু। আমার জীবনে অনেক অপ্রত্যাশিত সাফল্য এসেছে।’

‘লন্ডনে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির জন্য আমার ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে। আমি জাতীয় পুরস্কার জিতেছি। আর এখন দুবাইতে আমার নামে একটি টাওয়ার হচ্ছে, আমার একটি বাড়িও আছে।’

তিনি আরও বলেন, ‘আমি কখনও ভাবিনি যে পৃথিবীতে এত বড় কিছু আমার জন্য অপেক্ষা করছে, যা আমার বাবা-মা জান্নাত থেকে দেখতে পাবেন। আমার জন্য, এটাই জীবন বদলে দেওয়ার মুহূর্ত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *