রাশিয়ার রাজধানী মস্কোর অদূরে একটি এএন-২২ মডেলের সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার আইভানোভো অঞ্চলের ইভানকোভো গ্রামের কাছে ঘটা এই দুর্ঘটনায় উড়োজাহাজটিতে থাকা আরোহীদের কেউই বেঁচে নেই।
রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বিমানটিতে সাতজন ক্রু সদস্য ছিলেন। তবে উড়োজাহাজে মোট কতজন ছিলেন, সে বিষয়ে সরকারিভাবে এখনো নিশ্চিত কোনো সংখ্যা জানানো হয়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, বিমানটি মেরামতের কাজ শেষে একটি পরীক্ষামূলক ফ্লাইটে (টেস্ট ফ্লাইট) ছিল। ঠিক সেই সময়ই মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত আইভানোভো অঞ্চলে এটি দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। রুশ দৈনিক কোমারসান্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৫০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত এই পুরোনো উড়োজাহাজটিতে সম্ভবত প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই বিপর্যয় ঘটেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহে এই দুর্ঘটনা ঘটলেও, এর সঙ্গে যুদ্ধের কোনো প্রত্যক্ষ সম্পর্ক আছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।







