ফেরত পাঠানোদের অধিকাংশই নোয়াখালী জেলার বাসিন্দা। এ ছাড়া তাদের মধ্যে সিলেট, ফেনী, শরীয়তপুর, কুমিল্লা ও আরো কয়েকটি জেলার মানুষও রয়েছে।
ফেরত আসা অভিবাসীদের ভাষ্য মতে, দীর্ঘ যাত্রাকালীন সময়ে প্রায় ৬০ ঘণ্টা ধরে তাদের সবাইকেই হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে রাখা হয়েছিল। ঢাকায় পৌঁছনোর পরই কেবল তাদের সেই শিকল খুলে দেওয়া হয়।
তিনি এই ধরনের নিয়োগ ও প্রক্রিয়ার সঙ্গে জড়িত সংস্থা ও ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান এবং ব্রাজিলে নতুন করে শ্রমিক পাঠানোর আগে সরকারকে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর যুক্তরাষ্ট্র অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করেছে।







