মেট্রোযাত্রায় ভ্যাট মওকুফ আরো ৬ মাস

মেট্রো রেলের টিকিটের ক্ষেত্রে যে মূল্য সংযোজন কর বা ভ্যাট মওকুফ সুবিধা রয়েছে, তার মেয়াদ বাড়ছে আরো ছয় মাস। ফলে আগামী জুন পর্যন্ত যাত্রীদের শুল্ক গুনতে হবে না। এছাড়া আগামী বছরের হজযাত্রাতেও বিমান টিকিটে আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করতে যাচ্ছে সরকার। এ দুই বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

তিনি গণমাধ্যমকে বলেন, এখন তো আর এনবিআর অব্যাহতি দিতে পারে না। এটা সরকারের সিদ্ধান্ত। তারাই আদেশ জারি করে দেবে। ইতিমধ্যে আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়েছে।

এখন মন্ত্রিপরিষদে আছে।গত অর্থবছরের শুরুর দিন থেকে মেট্রো রেলের টিকিটে ভ্যাট বসায় এনবিআর। এ ভ্যাট কিভাবে আদায় হবে তা বুঝে উঠতে পারছিল না তদারক সংস্থা ডিএমটিসিএল। পরে এ নিয়ে আন্ত মন্ত্রণালয়ের কারিগরি কমিটি করা হলেও তাতে সমাধান মেলেনি।

আরও পড়ুন:  মুক্তির পর প্রথম প্রকাশ্যে সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন
পরে চলতি বছরের শুরুতে এক আদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতির কথা জানায় এনবিআর।এদিকে চলতি বছর যারা হজ করেছেন, তারাও বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক সুবিধা পেয়েছিলেন। গত বছরের নভেম্বরে আবগারি শুল্ক অব্যাহতির পাশাপাশি যাত্রীর এম্বারকেশন ফি, নিরাপত্তা ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি’র ওপর আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *