চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়ন পেলেন মোস্তফা কামাল পাশা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরো ৩৬টি আসনে প্রার্থী নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর আগে গত তিন নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম চূড়ান্তভাবে ঘোষণা করে দলটি। ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে ৩৬ আসনের প্রার্থীর নাম আজ ঘোষণা করল বিএনপি। এর মধ্যে চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন মোস্তফা কামাল পাশা।

এই আসনে ফাঁকা রাখা হলে উৎকণ্ঠায় পড়ে দলীয় নেতাকর্মীরা। তাকে মনোনয়ন দেয়ার জন্য রাজপথে নামে মোস্তফা কামাল পাশার অনুসারিরা।

উল্লেখ্য, ১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত টানা চারবার সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ১৯৯০ সালে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬, নির্বাচিত হয়েছিলেন। যা পরে  ১৯ মার্চ ১৯৯৬ সালে এবং অধিবেশন স্থায়ী ছিল চার কার্যদিবস ২৫ মার্চ ১৯৯৬ সাল পর্যন্ত। ৩০ মার্চ ১৯৯৬ সালে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। সংসদ স্থায়ী ছিল মাত্র ১২ দিন। এছাড়া ২০০১, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন:  কাল থেকে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা বন্ধ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *