শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি খতিয়ে দেখছে ভারত: জয়সোওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের চিঠি পরীক্ষা করে দেখছে ভারত। বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোওয়াল।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সোওয়াল বলেন, আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।

গণঅভ্যত্থানের সময় শেখ হাসিনা ছাড়াও দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বহু নেতাকর্মী। পশ্চিমবঙ্গ ও দিল্লিসহ ভারতে বিভিন্ন স্থানে তারা অবস্থান করছেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *