চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ- দুজনই ব্যক্তিজীবনে যথেষ্ট ‘আড়ালপ্রিয়’। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না, সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু এই দুজনকে জুটি করে তৈরি হয়েছে একের পর এক ছবি। ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ এবং ‘নূর’। এর মধ্যে তৃতীয় ছবিটি মুক্তির অপেক্ষায়। তবে চলচ্চিত্রের বাইরেও আলোচনায় এসেছে এই জুটি, বিশেষ করে শুভ।
গত জুলাইয়ে শুভ জানান তার দাম্পত্য জীবনের ইতি টানার কথা। স্ত্রী অর্পিতার সঙ্গে সম্পর্ক টেকেনি, এ খবর তিনি প্রকাশ্যে দেওয়ার পর শুরু হয় নতুন জল্পনা। সে সময় গুঞ্জন ওঠে শুভর ব্যক্তিজীবনে ফাটল নাকি অভিনেত্রী ঐশীর কারণে! অনেকে বলছেন, বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় সন্দেহ ঘনীভূত হয়েছে। এরপর অবশ্য সে গুঞ্জন এগোয়নি, তবে জিইয়ে ছিল কৌতুহল। সে কৌতুহল ডালপালা ছড়াতে ছিল এতোদিন।

এবার সেই কৌতূহলটাকে যেন নিজেরাই জাগিয়ে তুললেন নায়ক–নায়িকা। আজ মঙ্গলবার সকালে প্রায় একই সময়ে একই ধাঁচের ছবি তুলে ধরলেন দুজন। ঐশী শিউলী ফুল আঁকা শাড়িতে, শুভর বুকে মাথা রেখে আবছা আলোয় ধরা দিয়েছেন। ছবিটি যেন নিজেই বলছে তাদের গল্প।
কিন্তু রহস্য আরও গভীর হয় ক্যাপশনে। আরিফিন শুভ তার ছবির ক্যাপশন লিখেছেন, ‘তোরে এত ভালবাসি, আর বলব কতবার।’ অন্যদিকে ঐশী যেন সেই কথারই প্রতিধ্বনি লিখন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’

দুটি ছবি, দুটি বাক্য, কিন্তু সুর এক। আর ঠিক সেখানেই উঁকি দিচ্ছে পুরনো প্রশ্ন- শুভ ও ঐশী কি সম্পর্কে নাকি অন্য কিছু?
এর মাঝে শোনা যাচ্ছে, দীর্ঘদিন আটকে থাকা রায়হান রাফী পরিচালিত এই জুটির আলোচিত সিনেমা ‘নূর’ বায়োস্কোপ প্লাসে দ্রুতই মুক্তি পাবে। তাই নেটিজেনদের দ্বিধা- একি সিনেমার প্রচারণা, নাকি পর্দার বাইরে কোনো সম্পর্ক।







