শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আজ রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জানান, দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে গত শুক্রবার (২১ নভেম্বর) আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে দায় প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে এই সাজা দেওয়া হয় বলে ট্রাইব্যুনাল রায়ে জানান।

আরও পড়ুন:  শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে ভারতের বিবৃতি

সাজার পাশাপাশি হাসিনা ও আসাদুজ্জামান কামালের দেশে থাকা সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। দুই আসামিই বর্তমানে ভারতে অবস্থান করছেন। অপর আসামি আবদুল্লাহ আল-মামুন রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। ৪৫৩ পৃষ্ঠার রায়ে ছয়টি অংশ ছিল। রায় ঘোষণার কার্যক্রম ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

ট্রাইব্যুনাল রায়ে বলেন, আমরা ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত দিচ্ছি, আসামিরা জুলাই গণঅভ্যুত্থানের সময় নির্বিচারে ও নৃশংসভাবে মানুষ হত্যা করে যে ঘৃণিত অপরাধ করেছে, তাতে তাদের সর্বোচ্চ শাস্তি না দিলে ন্যায়বিচার নিশ্চিত হবে না।

টানা ১৫ বছর প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসন করা শেখ হাসিনা গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন। এরপর থেকেই তারা ভারতে অবস্থান করছেন। দেশে রাষ্ট্র বা সরকারপ্রধানের দায়িত্ব পালনকারীদের মধ্যে শেখ হাসিনাই প্রথম মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হন। এর আগে (২ জুলাই) ট্রাইাব্যুনাল আদালত অবমাননার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন।

আরও পড়ুন:  নরসিংদিতে আজ ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রায় ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে রায় কার্যকর করা যাবে কী না। এমন অবস্থার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ ভারতকে চিঠি দেওয়ার কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *