এমন ভূমিকম্প ‘আগে কখনো দেখেনি’ রাজধানীবাসী

আজ শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি গত কয়েক বছরে রাজধানী ও আশপাশের অঞ্চলে অনুভূত হওয়া তীব্র ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫ দশমিক ৫। তিনি সবাইকে সতর্ক করে বলেন, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করতে হবে।

কম্পন শুরু হতেই রাজধানীর বিভিন্ন বহুতল ভবন থেকে মানুষ দ্রুত নিচে নেমে আসে। অফিস, স্কুল এবং বাণিজ্যিক এলাকায় পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে।

তেজগাঁও এলাকার শাম্মী আক্তার বলেন, তিনি রান্নাঘরে ছিলেন, হঠাৎ মেঝে দুলতে শুরু করলে প্রথমে বুঝতে পারেননি। পরে জিনিসপত্র পড়তে শুরু করলে দ্রুত নিচে নেমেছেন। তিনি বলেন, তার ২০ বছরের জীবনে এমন তীব্র কম্পন আগে কখনও দেখেননি।

আরও পড়ুন:  ভ্রমণ না করার পরামর্শ, যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশ

কারওয়ান বাজার এলাকার একটি বহুতল ভবনের নিরাপত্তাকর্মী জানান, ভবনটি এত জোরে দুলছিল যে সবাই ভয়ে চিৎকার করতে করতে নিচে নেমে আসে।

ফারজানা সুলতানা আফটার শকের বিষয়ে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং এখন পর্যন্ত তেমন কোনো প্রভাব দেখা যায়নি।

এর আগে, চলতি বছরের ৫ মার্চও রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এছাড়া, গত ২৮ মে ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। তখনও দেশের উত্তর-পূর্বাঞ্চল, ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *