যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করতে চান সৌদি যুবরাজ

যুক্তরাষ্ট্রে করা ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করবে সৌদি আরব। মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসে সাংবাদিকদের এ কথা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সৌদির কার্যত শাসক – এমবিএস নামেও পরিচিত এই যুবরাজ বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট, আজ এবং আগামীকাল আমরা ঘোষণা করতে পারি, আমরা প্রকৃত বিনিয়োগের জন্য সেই ৬০০ বিলিয়ন ডলারকে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে যাচ্ছি।’

তিনি বলেন, দুই দেশ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং চুম্বকসহ অনেক ক্ষেত্রে চুক্তি সই করবে, যা প্রচুর বিনিয়োগের সুযোগ তৈরি করবে।

এ সময় এমবিএস-এর কথার মাঝখানে এসে ট্রাম্প বলেন, ‘এখন, তুমি আমাকে বলছো যে, ৬০০ বিলিয়ন ডলার হবে ১ ট্রিলিয়ন ডলার?’

আরও পড়ুন:  ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো নিউইয়র্ক

এমবিএস জবাব দেন, ‘অবশ্যই, কারণ আমরা যা সই করছি, তা সেই বিষয়টিকে সহজতর করবে।’

বিনিয়োগে সম্মত হওয়ার জন্য ট্রাম্প সৌদি যুবরাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনি (ইতোমধ্যে) যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন। যেহেতু তিনি আমার বন্ধু, তিনি হয়তো এটিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে পারেন, কিন্তু আমাকে এটি নিয়ে কাজ করতে হবে। আমরা ৬০০ বিলিয়ন ডলারের ওপর নির্ভর করতে পারি, তবে এই সংখ্যাটি আরও কিছুটা বাড়তে পারে।’

এদিকে, দুই দেশের কয়েকটি চুক্তি সইয়ের পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল-সৌদ এক্স-পোস্টে লিখেছেন, ‘সৌদি-মার্কিন সম্পর্কের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন।’

তিনি বলেন, দুই দেশ কিছু ‘যুগান্তকারী’ দ্বিপাক্ষিক চুক্তি সই করেছে। এই চুক্তিগুলো উভয় দেশে বিনিয়োগকে উৎসাহিত করবে, সৌদি ও আমেরিকানদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *