তাদের স্বজনদের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, হায়দরাবাদভিত্তিক এই পরিবারটি শনিবার ভারতে ফেরার কথা ছিল।
মোহাম্মদ আসিফ নামের তাদের এক স্বজন বলেন, ‘আমার ভাবি, ভাশুর, তাদের ছেলে, তিন মেয়ে এবং তাদের সন্তানরা সবাই গিয়েছিল (উমরাহ করতে)।
আসিফ তার কিছু আত্মীয়কে নাসিরউদ্দিন (৭০), তার স্ত্রী আখতার বেগম (৬২), ছেলে সালাউদ্দিন (৪২), মেয়েরা আমিনা (৪৪), রিজওয়ানা (৩৮) ও শাবানা (৪০) এবং তাদের সন্তানরা বলে শনাক্ত করেন।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি ঘটনাটিতে শোক প্রকাশ করেছেন এবং রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের ভারতীয় কনসুলেটের সঙ্গে যোগাযোগ বজায় রেখে প্রয়োজনীয় সহযোগিতা দিতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে। তাদের শক্তির জন্য প্রার্থনা করি।’







