আ.লীগ-ছাত্রলীগের ৩৯ নেতাকর্মী গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নাশকতার চেষ্টাসহ নানা অভিযোগে কার্যক্রম আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার ও শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ারা আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী। 

বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় শনিবার যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন উপজেলার বড় বাড়িপাড়ার আবদুর রশিদের ছেলে যুবলীগ নেতা শাহ আলম নান্নু এবং টেকুরগাড়ি গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব।

ওসি শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেন। নীলফামারীতে নাশকতাসহ বিভিন্ন মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, ডিমলার গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বশির উদ্দিন, টেপাখড়িবাড়ী ইউনিয়নের যুবলীগের সভাপতি নুর আলম মাস্টার, বালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সাদ্দাম হোসেন, ঝুনাগাছ চাপানি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান ও বকুল আহমেদ সোহাগ, জলঢাকা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবি রায়, উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার হোসেন ওরফে ডিডি আনোয়ার, গোলমুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক সহিদার রহমান, কাঁঠালি ইউনিয়ন যুবলীগের সদস্য আশরাফ আলী, ডাউয়াবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহিদুর রহমান এবং ডোমারের সোনারায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি।

আরও পড়ুন:  সমন্বয়কদের সঙ্গে বসতে চায় : আওয়ামী লীগ

ঢাকার ধামরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- রোয়াইল ইউনিয়নের চর সুঙ্গর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইমান আলী, সুয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আ.লীগের সম্পাদক আমজাদ হোসেন, সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বসির উদ্দিন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক মনির হোসেন ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাসেম বকুল।

কুড়িগ্রামে নাশকতাবিরোধী অভিযানে শেষ ২৪ ঘণ্টায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- রাজিবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মমিনুল ইসলাম মিন্টু, নাগেশ্বরী নুনখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, নাগেশ্বরী পৌরসভা ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল রব্বানী সজিব, সন্তোষপুর ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান মিলন, ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের যুবলীগের সহসভাপতি রফিকুল ইসলাম, রাজারহাটের ছিনাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কচাকাটা কেদার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের  সম্পাদক আলম মিয়া, চর রাজিবপুরের কোদালকাটি ইউনিয়ন কৃষক লীগের সম্পাদক আব্দুর রশিদ, চিলমারী উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি সিদ্দিকুল ইসলাম, ওলি আহম্মেদ এবং সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রাজ্জাক।

আরও পড়ুন:  নির্বাচন বন্ধ করার সাহস বিএনপির নেই: প্রধানমন্ত্রী

চাঁদপুরের হাজীগঞ্জে পৌর আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলামকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। ফরিদপুরের মধুখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার অভিযোগে শুক্রবার রাতে আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সংস্কৃতিক-বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান সাদেক, আড়পাড়া ইউনিয়নের আকিদুল ইসলাম ও নওপাড়া ইউনিয়নের আব্দুল কাদের শেখ। লক্ষ্মীপুরের রায়পুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় শুক্রবার রাতে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান রাসেল ও সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান।

শরীয়তপুরের গোসাইরহাটে বিস্ফোরক মামলায় শুক্রবার রাতে শহিদুল আলম ওরফে তপু উকিল নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নলমুড়ি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ও ওই ইউনিয়নের আব্দুস ছালাম উকিলের ছেলে।

আরও পড়ুন:  মাগুরায় ভোট দিলেন সাকিব আল হাসান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় শনিবার সন্ধ্যায় উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিলকে গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *