যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী আনার সবচেয়ে বড় ভিসা কর্মসূচি এইচ-১বি পুরোপুরি বন্ধের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা ফি শতগুণ বাড়ানোর পর এবার এর বাতিল প্রস্তাব কংগ্রেসে জমা হয়েছে। কট্টর ডানপন্থি ও অভিবাসনবিরোধী হিসেবে পরিচিত প্রতিনিধি মার্জোরি টেইলর গ্রিন গত বৃহস্পতিবার বিলটি উত্থাপন করেন।
বিল জমা দেওয়ার আগে এক্সে প্রকাশিত ভিডিও বার্তায় গ্রিন বলেন, এইচ-১বি কর্মসূচি ‘প্রতারণা ও অপব্যবহারে ভরা’, যা বহু বছর ধরে মার্কিন কর্মীদের “বঞ্চনার” মুখে ফেলেছে। তাঁর দাবি, বড় বড় টেক কোম্পানি ও হাসপাতালগুলো আমেরিকানদের বাদ দিয়ে বিদেশিদের চাকরি দিয়েছে।
তিনি আরও বলেন, বিলটি পাস হলে বিজ্ঞান–প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও প্রকৌশলসহ সব খাতে মার্কিনদের অগ্রাধিকার নিশ্চিত হবে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে “বিদেশি মেধার ওপর নির্ভরতা কমাতে” এই কর্মসূচি বাতিল করা প্রয়োজন বলে মত দেন গ্রিন।
২০০৪ সালে চালু হওয়া এইচ-১বি ভিসায় প্রতি বছর ৮৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি পান। অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, মেটা ও অ্যাপল; সবচেয়ে বেশি সুবিধা নেয় এমন কোম্পানির তালিকায় এগুলোই শীর্ষে। ভারত এই কর্মসূচির সবচেয়ে বড় উপভোক্তা দেশ।
কিছুদিন আগে এই ভিসার বার্ষিক ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে একলাফে ১ লাখ ডলার নির্ধারণ করে ট্রাম্প প্রশাসন।
তবে নতুন বিলে বিদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য সীমিত ছাড় রাখা হয়েছে। প্রতি বছর সর্বোচ্চ ১০ হাজার জনকে নেওয়ার সুপারিশ রয়েছে। তবে তারা আর মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না।
সূত্র: এএফপি







