স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপস নয়: মির্জা ফখরুল

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো আপস করবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক অনুষ্ঠানের শুরুতে মোবাইল ফোনে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি মহাসচিবের। তবে জরুরি কারণে তিনি সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

মির্জা ফখরুল বলেন, “আমরা যেকোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করব না। আমরা অবশ্যই আমাদের জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে রেখে অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ার চেষ্টা করব। সকল মানুষের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব।”

আরও পড়ুন:  নিজেদের মধ্যে হানাহানি-বিষোদগার অপরাধীদের সুযোগ দিচ্ছে: সেনাপ্রধান

আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি ‘জনগণের সরকার’ গঠন করবে উল্লেখ করে তিনি বলেন, “আজকের পরিস্থিতিতে গণ–অভ্যুত্থানের পর এই বাংলাদেশে সত্যিকার অর্থে নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার আমরা গঠন করতে সক্ষম হব।”

জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। প্রয়াত এই রাষ্ট্রনেতা ক্ষমতায় এসে দেশকে রাজনৈতিক সংস্কারের পথে নিয়ে গিয়েছিলেন এবং একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *