সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪১৬৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৪ হাজার ১৬৬ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

বুধবার (১২ নভেম্বর) বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে আজ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এর আগে প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে সহকারী শিক্ষক পদে মোট ১০ হাজার ২১৯টি শূন্য পদ পূরণের প্রক্রিয়া চলছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৪,১৬৬টি পদে আবেদন আহ্বান করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘বিধি সংশোধন হওয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে। আজকে অফিশিয়ালি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দেশের জাতীয় পত্রিকাগুলোতে শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

আরও পড়ুন:  প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে এই বৃহত্তর নিয়োগ কার্যক্রম হাতে নিয়েছে সরকার। ধাপে ধাপে সব বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর কেন্দ্রীয়ভাবে লিখিত ও মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *