প্রামাণ্যচিত্রটিতে দেখা যায়, ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গার আগে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমরা ক্যাপিটলে যাব এবং তোমাদের ‘লড়াই করতে হবে।
তিনি অভিযোগ করেন, ‘সাংগঠনিক সমস্যাগুলো এখনো সমাধান হয়নি এবং বিবিসি আরবি ও মূল বিবিসি ওয়েবসাইটে যুদ্ধসংক্রান্ত প্রতিবেদনে চোখে পড়ার মতো পার্থক্য রয়েছে।’
১৯ পৃষ্ঠার ওই নথিতে আরো বলা হয়, বিবিসিতে একপাক্ষিক কাভারেজের ধারা তৈরি হয়েছে, যেখানে শুধু ট্রান্সজেন্ডার অভিজ্ঞতাকে উদযাপন করা হয়, কিন্তু ভিন্নমতের কোনো জায়গা নেই।
এ বিষয়ে বিবিসি জানায়, ‘আমরা ফাঁস হওয়া নথি নিয়ে মন্তব্য করি না, তবে যখনই কোনো মতামত বা সমালোচনা পাই, আমরা সেটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করি। মাইকেল প্রেসকট একজন সাবেক উপদেষ্টা, যিনি এমন একটি বোর্ড কমিটিতে কাজ করতেন, যেখানে আমাদের কাভারেজ নিয়ে বিভিন্ন মত ও বিতর্ক নিয়মিত আলোচনা হয়।’







