আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা অন্যায্য, আত্মঘাতী : শেখ হাসিনা

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা ৷ কথা বলেছেন, আওয়ামী লীগ, নির্বাচন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা, নিজের বাংলাদেশে ফেরাসহ অনেক বিষয়ে৷

এএফপি এবং রয়টার্স – দুই আন্তর্জাতিক সংবাদ সংস্থারই দাবি তাদের লিখিত প্রশ্নের উত্তর দিয়েই ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম সরাসরি কথা বলেছেন শেখা হাসিনা৷
এএফপিকে তিনি বলেন, ‘‘আওয়ামী লীগসহ সকল প্রধান দলের সরাসরি অংশগ্রহণ ছাড়া নির্বাচন বিশ্বাসযোগ্য হতে পারে না৷’’

তবে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও নিজের মতামত জানিয়েছেন তিনি৷ তার মতে, ‘‘আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শুধু অন্যায্য নয়, এটি আত্মঘাতীও৷’’ রয়টার্সকে পরবর্তী নির্বাচন এবং সরকার সম্পর্কেও নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি৷ শেখ হাসিনা বলেন, ‘‘পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনি বৈধতা থাকতে হবে৷ আওয়ামী লীগকে লক্ষ লক্ষ মানুষ সমর্থন করে৷ তাই এখন যা পরিস্থিতি, তাতে তারা ভোট দেবে না৷ একটি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না৷’’

আরও পড়ুন:  মাস্টার হাফিজুর রহমান চেয়ারম্যান : জীবন ও কর্ম

আওয়ামী লীগের সমর্থকরা অন্য দলকে ভোট দিতে পারেন – এমন সম্ভাবনা নাকচ করে দিয়ে দলটির সভানেত্রী বলেন, ‘‘আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য কোনো দলকে সমর্থন করতে বলছি না৷’’ পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে নিজের দলের অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শেখ হাসিনা বলেন, ‘‘এখনো আশা করি, সাধারণ বুদ্ধি-বিবেচনার জয় হবে এবং আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে৷’’

রয়টার্সকে তার বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলা সম্পর্কে তিনি বলেন, ‘‘এসব কার্যক্রম রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নাটক৷’’ শেখ হাসিনা মনে করেন, মামলা করেছে ক্যাঙ্গারু আদালত, ‘‘যেখানে দোষী সাব্যস্ত করার রায় পূর্বনির্ধারিত৷ আমাকে বেশিরভাগ সময়ই আগাম নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের অর্থপূর্ণ সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে৷’’
আওয়ামী লীগের নেতৃত্বে তিনি বা তার পরিবারের কেউ থাকবেন কিনা জানতে চাওয়ায় রয়টার্সকে শেখ হাসিনার জবাব, ‘‘বিষয়টা আসলে আমার বা আমার পরিবারের নয়৷’’
তবে কয়েকদিন আগে শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় একই সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, দল চাইলে তিনি দায়িত্ব নিতে পারেন৷

আরও পড়ুন:  বসন্তের ঝড়।। আসাদ মান্নান

শেখ হাসিনা মনে করেন বাংলাদেশের ভবিষ্যৎ বাইরের কোনো দেশ নির্ধারণ করতে পারে না৷ এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘‘আমরা সকলেই যে ভবিষ্যৎ চাই, সেই ভবিষ্যৎ অর্জন করতে হলে, বাংলাদেশে সাংবিধানিক শাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে হবে৷ কোনো একক ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না৷’’
ক্ষমতাচ্যুত হবার পর থেকেই ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা৷ দেশে ফেরার বিষয়ে রয়টার্সকে তিনি বলেন, ‘‘বৈধ সরকার হলে, সংবিধান সমুন্নত হলে এবং আইন-শৃঙ্খলা সত্যিকার অর্থে বিরাজ করলে আমি অবশ্যই ফিরে যেতে চাই৷’’
রয়টার্স জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মুখপাত্রদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হয়েছে, কিন্তু কারো সাড়া পাওয়া যায়নি৷

এএফপিকে যা বলেছেন শেখ হাসিনা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে এএফপিকে শেখ হাসিনা বলেন, ‘‘আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া (নির্বাচনের প্রস্তুতি নিয়ে) তিনি দেশে ভবিষ্যতের বিভাজনের বীজ বপন করছেন৷’’

আরও পড়ুন:  উপদেষ্টা পরিষদের সভায় যেসব সিদ্ধান্ত এলো

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেত্রী মনে করেন, ‘‘(নির্বাচনে) বাংলাদেশিদের প্রাপ্য পছন্দের সুযোগ দিতে ইউনূসকে অবশ্যই আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে৷” তিনি আরো মনে করেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর অন্তর্বর্তী সরকার নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশে রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে৷

তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে চলমান বিচারপ্রক্রিয়াকে ‘আইনশাস্ত্রীয় রসিকতা’ হিসেবে আখ্যায়িত করেন শেখ হাসিনা৷ মামলার রায় ‘পূর্বনির্ধারিত’ বলেও মন্তব্য করেন তিনি৷
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় ১,৪০০র মতো মানুষ নিহত হন৷ এ প্রসঙ্গে তার দাবি, তিনি ‘‘ভয়াবহ সেই দিনগুলিতে হারিয়ে যাওয়া সমস্ত প্রাণের জন্য শোক প্রকাশ করেছেন৷’’
এসিবি/জেডএইচ (রয়টার্স, এএফপি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *