এবার জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা দেবেন শাহরুখ

একদিন বাদেই অর্থাৎ আগামী ২ নভেম্বর বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। প্রতিবছর এই দিনে বান্দ্রার সমুদ্রমুখী সাদা বাংলোর সামনে থাকে ভক্ত–অনুরাগীদের ভিড়। মাস কয়েক আগেই মান্নাত ছেড়ে সপরিবারে আলিবাগের ভাড়া বাড়িতে উঠেছেন শাহরুখ। এরপর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন, এবার জন্মদিনে কি দেখা দেবেন শাহরুখ?

এমন খবরই যখন ছড়িয়ে পড়ে চারিদিকে, ঠিক সেই সময়েই সুখবর দিলেন শাহরুখ।

‘এক্স’-এর পাতায় এক অনুরাগী সরাসরি প্রশ্ন করে বসেন শাহরুখকেই। তিনি জিজ্ঞাসা করেন, ‘স্যার, এ বছর মান্নাতে অনুরাগীদের দেখা দিতে আসবেন?’ এর উত্তরে শাহরুখ বলেন, ‘হ্যাঁ, আসব তো। শুধু এবার আমাকে শক্ত টুপি পরতে হবে।’

শাহরুখের জন্মদিনে ‘মান্নাত’-এর বাইরে এসে দাঁড়িয়ে থাকেন তার অনুরাগীরা, শুধুমাত্র তাকে একঝলক দেখার জন্য। কয়েক মিনিটের দর্শনে তিনি কখনো হাত নাড়েন, কখনো ছুড়ে দেন চুমু, কখনো আবার দুই হাত ছড়িয়ে তার পরিচিত পোজ দেন। তাতেই উল্লাসে ফেটে পড়েন অনুরাগীরা।

আরও পড়ুন:  অসুস্থ শাহরুখ খান! মুখ ঢেকে বের হলেন হাসপাতাল থেকে

এদিকে জানা গেছে, জন্মদিনেই আসবে শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘দ্য কিং’–এর প্রথম টিজার।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *