চাকসু নির্বাচনে সাড়ে চার ঘণ্টায় ভোট পড়েছে ৪০ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে দুপুর ২টা পর্যন্ত মোট ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৪০ শতাংশ। সকাল ৯টা থেকে ভোটের কার্যক্রম শুরু হলেও বিভিন্ন অনুষদে ভোট কেন্দ্রে ব্যালট দেওয়া হয়েছে সাড়ে নয়টায়। সাড়ে চার ঘণ্টায় মোট ১৫ ভোট কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ১১ হাজার। ভোটের হার প্রায় ৪০ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর নির্বাচন কমিশনার গোলাম হোসেন হাবীব।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদে ১৫টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ৬০টি কক্ষের ৬৮৯টি বুথে ২৭ হাজার ৫১৬ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবনের তিনটি ভোটকেন্দ্রে প্রথম তিন ঘণ্টায় ১ হাজার ৬০৩ জন ভোট দিয়েছেন। এখানে তিনটি কেন্দ্রে বুথ রয়েছে ১১৩টি। এখন পর্যন্ত ১ হাজার ৬০৩ জন ভোট দিয়েছেন।

আরও পড়ুন:  বিসিবির সভাপতি হচ্ছেন বুলবুল

রিটার্নিং কর্মকর্তা ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন জানান, বিজ্ঞান অনুষদের আওতাভুক্ত তিনটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৫৩৮ জন। এর মধ্যে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ১ হাজার ৬০৩ জন।

এর মধ্যে শাহ আমানত হলের জন্য নির্ধারিত ভোটকেন্দ্রে ২ হাজার ২৪৭ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৪৬ জন—ভোটগ্রহণের হার ৩৫ শতাংশ।

মাস্টারদা সূর্য সেন হলের ভোটকেন্দ্রে ৫১৬ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২১৭ জন—হার ৪২ দশমিক ০৫ শতাংশ।

শহীদ আবদুর রব হলের জন্য নির্ধারিত ভোটকেন্দ্রে ১ হাজার ৭৭৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬৪০ জন—হার ৩৬ শতাংশ।

দুপুরের পর ভোটগ্রহণের গতি আরও বাড়ছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *