রাজধানীর গুলশানে কূটনৈতিক জোনে মার্কিন দূতাবাসে সোমবার মধ্যরাত থেকে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মঙ্গলবারও একই ধরনের নিরাপত্তা বলবৎ রয়েছে। বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যরা সোমবার রাতে দূতাবাস এলাকায় যান। এ সময় কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। আগামীকাল বুধবার পর্যন্ত এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে।
কেন হঠাৎ মার্কিন দূতাবাসে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলো– এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে হুমকি দেওয়া হয়। এটা প্রথমে দূতাবাসের নজরে আসে। তারা বিষয়টি জানানোর পর সেখানে নিরাপত্তা বাড়ানো হয়। আগামীকাল বুধবার পর্যন্ত বাড়তি নিরাপত্তা থাকতে পারে।
ওই ফেসবুক পেজের সঙ্গে কে কারা সংশ্লিষ্ট এমন প্রশ্নে এস এন মো. নজরুল ইসলাম বলেন, সেখানে একটি অস্পষ্ট ছবি রয়েছে। এটি প্রায় ঝাপসা। সিটিটিসি তদন্ত করছে।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের সোয়াত, গুলশান থানা পুলিশ ও একাধিক গেয়েন্দা সংস্থার সদস্যরা দূতাবাসের সামনে সতর্ক অবস্থান নেয়। মূল ফটকের সামনে সোয়াত টিমের সাঁজোয়া যানও দেখা গেছে।







