দেশটির কারা পরিষেবার এক বিবৃতিতে বলা হয়, ‘দেশের বিভিন্ন কারাগার থেকে মোট এক হাজার ৯৬৮ জন সন্ত্রাসীকে ওফার ও কৎজিওত কারাগারে স্থানান্তর করা হয়েছিল।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে এবং রাজনৈতিক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর ওইসব বন্দিদের ওফার কারাগার থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এবং কৎজিওত কারাগার থেকে কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় পাঠানো হয়েছে।’
হামাস এই ব্যাপক মুক্তিকে ফিলিস্তিনি সংগ্রামের ‘ঐতিহাসিক জাতীয় মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে।







