নতুন রাজনৈতিক দলগুলোর তথ্য আবারও যাচাই করবে ইসি

নতুন রাজনৈতিক দলগুলোর মাঠপর্যায়ের অস্তিত্ব ও কার্যক্রম যাচাইয়ে আবারও তদন্তে নামছে প্রধান নির্বাচন কমিশন (সিইসি)। কমিশনের মূল্যায়নে প্রাথমিক প্রতিবেদনে কিছু অসংগতি ও অপূর্ণতা ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীরের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, মাঠপর্যায়ের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কর্মকর্তাদের দাখিল করা তদন্ত প্রতিবেদনে কিছু ক্ষেত্রে যথাযথ মন্তব্যের ঘাটতি রয়েছে। ফলে যাচাই কমিটির সুপারিশে ১০টি দলের বিষয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের নির্দেশনা অনুযায়ী, ১০টি দলের মাঠ পর্যায়ের তথ্য পুনঃতদন্ত করা হবে। দলগুলো হল- আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।

আরও পড়ুন:  ব্যাটারিচালিত রিকশা চালকদের সড়ক অবরোধ মিরপুরে

দলগুলোর জেলা ও উপজেলা পর্যায়ের অস্তিত্ব ও কার্যকারিতার বিষয়ে অধিকতর তদন্ত করার জন্য ১০ অঞ্চলে একজন উপসচিব, একজন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (সংশ্লিষ্ট অঞ্চল) এবং একজন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে (সংশ্লিষ্ট অঞ্চলের আওতাধীন) দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *