ভিসা ইস্যুতে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

বাংলাদেশে ভারতীয় ভিসা ইস্যু আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতেও এই হার আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির সাউথ ব্লকে ‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)’-এর প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়সভায় এই তথ্য জানানো হয়।

ভিসা ইস্যুর বিষয়ে বিক্রম মিশ্রি বলেন, ‘বাংলাদেশে আমাদের একটি বড় ভিসা কার্যক্রম রয়েছে। যদিও এটি গত বছরের জুলাই ও আগস্টের ঘটনার আগে যেভাবে চলত, সেই স্তরে এখন নেই।

তবু বর্তমানে বাংলাদেশে যে ভিসা ইস্যুর সংখ্যা রয়েছে, তা বিশ্বের যে কোনো স্থানের মধ্যে আমাদের অন্যতম বৃহৎ কার্যক্রম।’

তিনি আরো বলেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গি ভবিষ্যতের দিকে, অতীতের দিকে নয়। তবে ৫ আগস্টের ঘটনার কারণে তখন সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি প্রভাবিত হয়েছিল। সেবলে ভিসা পরিষেবা দেওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় কর্মী পুনর্বিন্যাস করতে হয়েছে।

আরও পড়ুন:  ২৫ মিনিটে পাকিস্তানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে: ভারতের পররাষ্ট্রসচিব
এখন ভিসা কার্যক্রম আগের তুলনায় অনেক বেশি বেড়েছে এবং আগামী দিনেও এটি বাড়বে।’

গঙ্গার পানি চুক্তি ও তিস্তা প্রকল্পের বিষয়ে তিনি জানান, এই দুটি বিষয়ে দুই দেশের যৌথ কর্মপ্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সীমান্ত হত্যাকাণ্ড বিষয়ে বিক্রম মিশ্রি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় চার হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। নিরাপত্তা, মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ সীমান্তরক্ষী বাহিনী তাদের দায়িত্ব পালন করে থাকে।

 ভারতীয় সীমান্ত বাহিনী নিজ ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করে।’

বাংলাদেশে ‘পুশ-ইন’ বেড়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘পুশ-ইন অবশ্যই যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। এটি একটি আইনি প্রক্রিয়ার বিষয়।’

মতবিনিময়সভায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, যুগ্ম সচিব (বাংলাদেশ ও মিয়ানমার) বি. শ্যাম, ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  দেশের সব সিটির মেয়র অপসারণ

ভারত সরকারের আমন্ত্রণে ডিকাবের ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল বর্তমানে ভারত সফরে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *