বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব নেওয়ার সময় আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, কুইক টি-টোয়েন্টি খেলতে চান তিনি। তবে সংক্ষিপ্ত সংস্করণের সেই খেলা শেষে এবার তার ইনিংস দীর্ঘ হচ্ছে।
আজ বিসিবির নির্বাচনে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল। অবশ্য তার সভাপতি হওয়া অনেকটাই নিশ্চিতই ছিল।
কেননা সভাপতি পদে লড়তে চাওয়া তামিম ইকবালসহ অনেকে নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার নেন। তার সরে যাওয়ার পর তাই বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের সভাপতি হওয়াটা সময়ের অপেক্ষা ছিল মাত্র। বিসিবির ২০তম সভাপতি হয়েছেন আমিনুল।
এর আগে বিসিবির পরিচালক পদে নির্বাচিত হন আমিনুল।
আজ সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিবির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ১৫ ভোট পেয়ে ঢাকা বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হন আমিনুল। পরিচালক নির্বাচনের পরেই বিসিবির সভাপতি পদে ভোটগ্রহণের কথা ছিল। তবে তার বিপক্ষে কোনো প্রার্থী না থাকলে পরিচালকদের সর্বসম্মতিক্রমে আবারও সভাপতির চেয়ারের মালিক হয়েছেন তিনি।
বিসিবির নির্বাচনে আজ তিন ক্যাটাগরিতে মোট ২৩ পরিচালক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া এনএসসি থেকে নির্বাচিত হয়েছেন দুজন। এই মোট ২৫ জনের মধ্যে থেকে সভাপতি আমিনুলের বাইরে সহসভাপতি হয়েছেন শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ।
এবার সহসভাপতির দায়িত্ব পাওয়া ফারুকের বদলেই চার মাস আগে বিসিবির সভাপতি হয়েছিলেন আমিনুল। সাবেক অধিনায়ক ফারুককে সরিয়ে দিয়ে আমিনুলকে বিসিবির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল।
সর্বশেষবার এনএসসির মনোনয়ন নিয়ে অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পেয়েছিলেন তিনি।







