হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম। শুক্রবার ল্যাবএইড হাসপাতালে ভর্তি হওয়া মনজুরুল ইসলামের অবস্থা ‘ক্রিটিক্যাল’ হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম । তিনি জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আগামীকাল পার হলে বোঝা যাবে। তবে এখন তিনি  ‘ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন।

এর আগে গত শুক্রবার তিনি অসুস্থ বোধ করলে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানেন, সৈয়দ মনজুরুল ইসলাম ম্যাসিভ হার্ট এ্যাটাক করেছেন। পরবর্তীতে অস্ত্রোপচার করে দুটো রিং বসানো হয়।

১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন সৈয়দ মনজুরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা করে ২০১৮ সালে চাকরির নির্ধারিত সময় শেষ করে অবসর নেন সৈয়দ মনজুরুল ইসলাম। এরপর তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যোগ দেন। ২০২৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক করা হয়।

আরও পড়ুন:  স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৈয়দ মনজুরুল ইসলাম বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদকও পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *