আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মাতমো

চীনের দক্ষিণাঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় ‘মাতমো’ আজ রোববার (৫ অক্টোবর) আঘাত হেনেছে। এর আগে উপকূলীয় অঞ্চল থেকে কয়েক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে ঘূর্ণিঝড়টি গুয়াংডং প্রদেশের উপকূলে আছড়ে পড়ে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, মাতমো স্থলভাগে আঘাত হানার সময় বাতাসের গতি ঘণ্টায় ১৫০ কিলোমিটারেরও বেশি ছিল। ঝড়ের তীব্রতায় বিদ্যুৎ সরবরাহ ও পরিবহনব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়।

জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ঝড়টি উপকূলে আঘাত হানার আগে থেকেই ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস শুরু হয়। কর্তৃপক্ষের নির্দেশে আগেই হাইনান দ্বীপের প্রায় ১ লাখ ৯৭ হাজার এবং গুয়াংডং প্রদেশের ১ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন:  ডিসি নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ তদন্তের ৩ উপদেষ্টা

সরকারি সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, হাইকো, ওয়েনচাং, ঝানজিয়াং ও মাওমিংসহ উপকূলীয় শহরগুলোতে গণপরিবহন, নির্মাণকাজ এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *