বিশ্বের শীর্ষ ১০ ধনীর ৯ জনই যুক্তরাষ্ট্রের, আর ২০-এ এশীয় ১ জন

সেপ্টেম্বর মাসে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির সম্পদ ২০১ বিলিয়ন ডলারের বেশি বেড়েছে, কারণ এ সময় মার্কিন শেয়ারবাজার পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ স্তরে। ফোর্বসের বিলিয়নেয়ার তালিকা অনুযায়ী, ১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এই অভিজাত ধনকুবেরদের মোট সম্পদ দাঁড়িয়েছে ২.৩ ট্রিলিয়ন ডলার। তাদের মধ্যে তিনজন বাদে বাকি সবাই আগস্টের শেষের তুলনায় আরো ধনী হয়েছেন।

ফোর্বসের এ রিয়েল টাইম বিলিয়নেয়ার লিস্টে বৃহস্পতিবার দেখা গেছে শীর্ষ ১০ ধনীর মধ্যে ৯ জনই যুক্তরাষ্ট্রের।

ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ফোর্বসের তালিকায় মাস্কের পর দ্বিতীয় স্থানে আছেন।

আরও পড়ুন:  ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা ছাড়াল
সর্বশেষ হিসাবে অনুসারে, তার মোট সম্পত্তির পরিমাণ ৩৪৯.৪ বিলিয়ন ডলার।বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় মেটার সিইও মার্ক জাকারবার্গ তৃতীয় অবস্থানে ও অ্যামাজনের সাবেক সিইও জেফ বেজোস চতুর্থ অবস্থানে আছেন। তাদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ২৪৭.৩ বিলিয়ন ডলার ও ২৩৩.৬ বিলিয়ন ডলার।

পঞ্চম অবস্থানে আছেন গুগলের প্রতিষ্ঠাতা ও সিইও ল্যারি পেজ এবং ষষ্ঠ অবস্থানে আছেন একই প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা সেরগেই ব্রিন।

তাদের মোট সম্পত্তির পরিমাণ যথাক্রমে ২০৪ বিলিয়ন ডলার ও ১৮৯.৩ বিলিয়ন ডলার।তালিকায় সপ্তম অবস্থানে আছেন ফ্রান্সের সৌখিন পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচের সিইও বারনার্ড আরনল্ট ও পরিবার। এক মাত্র তারাই যুক্তরাষ্ট্রের বাইরে থেকে শীর্ষ ১০ ধনীর তালিকায় স্থান করে নিয়েছে। তাদের সম্পত্তির পরিমাণ ১৬৫.৮ বিলিয়ন ডলার।

আরও পড়ুন:  ৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ

১৬৫.১ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে অষ্টম স্থানে আছেন সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং।

১৫৫.৭ বিলিয়ন ডলার নিয়ে নবম স্থানে আছেন মাইক্রোসফটের সাবেক সিইক স্টিভ বলমার।তালিকায় দশম স্থানে আছেন ওয়ারেন বাফেট। তার মোট সম্পত্তির পরিমাণ ১৪৮ দশমিক ৪ বিলিয়ন ডলার।

অন্যদিকে ১০১.৫ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে শীর্ষ ২০ ধনীর তালিকায় একমাত্র এশীয় হিসেবে জায়গা করে নিয়েছেন ভারতের ব্যবসায়ী মুকেশ আম্বানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *