কাতারে ইসরায়েলি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার একটি নির্বাহী আদেশ জারি করেছেন। সেখানে কাতারের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া যদি দেশটি আবার আক্রমণের শিকার হয়, তাহলে প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে আদেশে।
গত মাসে কাতারে ইসরায়েলের অভূতপূর্ব বিমান হামলার পর আঞ্চলিক ও বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়। খবর আল জাজিরার
এদিকে গত ২৯ সেপ্টেম্বর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে হামলার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে নতুন যে প্রস্তাব পেশ করেছেন ট্রাম্প, সেই প্রস্তাবে কিছু অস্পষ্টতা রয়ে গেছে বলে মনে করছে কাতার।







