পেন্টাগন প্রধান পিট হেগসেথের আহ্বানে বিশ্বজুড়ে থেকে আসা জেনারেল ও অ্যাডমিরালদের উদ্দেশ্যে বক্তব্যে রিপাবলিকান ট্রাম্প সতর্ক করে বলেন, ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত বেশ কিছু শহরে তার দমননীতিতে সেনাবাহিনীও যুক্ত থাকবে।
তিনি বলেন, ‘আমরা একে একে তাদের ঠিক করব, আর এই কক্ষে উপস্থিত কিছু মানুষের জন্য এটি হবে বড় একটি দায়িত্ব।
ট্রাম্প তার বক্তৃতার শুরুতে সামগ্রিকভাবে মার্কিন সেনাবাহিনী সম্পর্কে কথা বলেন। তিনি উল্লেখ করেন, এটি ‘যোদ্ধার চেতনা পুনর্জাগরিত করছে।’
শীর্ষ সামরিক কর্মকর্তারা নীরব থাকলেও ট্রাম্প এ সময় গণমাধ্যমকেও আক্রমণ করেন এবং সাংবাদিকদের ‘অসৎ লোক’ বলে অভিহিত করেন।







