জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বক্তব্য শুরু করেন তিনি। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন, চলমান সংস্কার, রোহিঙ্গা ইস্যু, গাজা, মধ্যপ্রাচ্য ইস্যুসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণ দেয়ার সময় আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিয়েছেন।
আওয়ামী লীগ জাতিসঙ্ঘের সামনে জমায়েত করেছে আওয়ামী লীগ। এছাড়া অঙ্গ সংগঠনের পাশাপাশি ‘আমরা মুজিব’ যুক্তরাষ্ট্র নামের সংগঠনটি শতাধিক নেতাকর্মী নিয়ে যোগ দেয়। এসময় বিএনপি জামাত, এনসিপির সমর্থকেরা ড. ইউনুসকে স্বাগত জানান।







