উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

এশিয়া কাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তানকে ১৩৫ রানে আটকেছে বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরুতে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে জাকের আলীর দল। 

বাংলাদেশ ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬২ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন নুরু ল হাসান ও শামীম। এর আগে পারভেজ ইমন শূন্য ও তাওহীদ হৃদয় ৫ রান করে ফেরেন। সাইফ হাসান ১৫ বলে ১৮ রান করে আউট হন। 

পাকিস্তান প্রথম দুই ওভারে দুই উইকেট হারায়। ৩৩ রানে চতুর্থ ও ৪৯ রানে হারায় পঞ্চম উইকেট। সেখান থেকে লড়াই করার পুঁজি পায় পাকিস্তান। সালমান আগা ২৩ বলে ১৯ রান করেন।

শাহিন আফ্রিদি দুই ছক্কায় ১৩ বলে ১৯ রান করেন। মোহাম্মদ হারিস ২৩ বলে দলের পক্ষে সর্বাধিক ৩১ রানের ইনিংস খেলেন। দুটি চার ও একটি ছক্কা মারেন এই উইকেটরক্ষক ব্যাটার। এছাড়া মোহাম্মদ নওয়াজ ১৫ বলে দুই ছক্কা ও এক চারে ২৫ রানের ইনিংস খেলেন। শেষটায় ফাহিম আশরাফ ৯ বলে ১৪ রান যোগ করেন।

আরও পড়ুন:  মহাপরিচালক পর্যায়ের বিজিবি-বিএসএফ বৈঠক স্থগিত

বাংলাদেশের পেসার ও স্পিনাররা দারুণ বোলিং করেছেন। তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শেখ মাহেদী ৪ ওভারে ২৮ করে রান দিয়েছেন। তানজিম উইকেট শূন্য থাকলেও তাসকিন তিনটি ও মাহেদী নেন ২ উইকেট। রিশাদ হোসেন ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। এক উইকেট পাওয়া মুস্তাফিজ ৪ ওভারে ৩৩ রান খরচা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *