পুরস্কার পাওয়ার পর রানি মুখার্জি বলেন, ‘আমার ত্রিশ বছরের ক্যারিয়ারে একজন অভিনেতা হিসেবে পাওয়া এই সম্মান আমার কাছে এক বিরাট প্রাপ্তি। আমার এই সম্মান আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই।
ছবিটি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ এমন এক ছবি, যেখানে একজন মায়ের তার সন্তানের জন্যও লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে। সন্তানের ভালোর জন্য একজন মা ঠিক কতদূর যেতে পারেন।







