জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে ব্যস্ত নিউইয়র্ক। এরই মধ্যে শহরের যানজটে আটকা পড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর যাওয়ার কারণে রাস্তায় ব্যারিকেড বসায় পুলিশ। সেখানে আটকা পড়ে এমানুয়েল মাখোঁর গাড়ি।
এ সময় ফরাসি প্রেসিডেন্টকে নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘স্যার, আমি দুঃখিত। সব এখন বন্ধ আছে। একটি প্রটোকল আসছে।’
বাধ্য হয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ফরাসি প্রেসিডেন্টকে। সেই সময়ই তিনি ফোন করেন ট্রাম্পকে। হাসতে হাসতে বলেন, ‘কেমন আছে, আন্দাজ করুন তো কী ঘটেছে—আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, কারণ সবকিছু তোমার জন্য বন্ধ হয়ে গেছে।’ এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরবর্তী সময়ে মাখোঁকে গাড়ি রেখে পায়ে হেটে রাস্তায় চলার অনুমতি দেওয়া হয়। ফোনে কথা বলতে বলতে তিনি রাস্তায় হেঁটে চলেন। খবর রয়টার্সের
ফোনে ম্যাক্রোঁ ট্রাম্পকে জানান, গাজা পরিস্থিতি নিয়ে কাতারের সঙ্গে আলোচনার পাশাপাশি তার সঙ্গে একটি ছোট বৈঠক করতে চান।
ফরাসি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, হাঁটতে হাঁটতেই ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেন ম্যাক্রোঁ। আলাপচারিতা ছিল উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ। এ সময় গাজাসহ আরও কয়েকটি আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে।







