মাত্র ১২১ মিনিটেই উমরার আনুষ্ঠানিকতা শেষ করা সম্ভব

পরিকল্পিতভাবে ভিড় নিয়ন্ত্রণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, অবকাঠামোগত উন্নয়ন ও সমন্বিত ব্যবস্থাপনার কারণে পবিত্র উমরার আনুষ্ঠানিকতা পালনে এখন আগের তুলনায় আরও কম সময় ব্যয় হচ্ছে।

হারামাইন পরিচালনা বিষয়ক পরিষদ জানিয়েছে, উমরাযাত্রীদের জন্য মসজিদে হারাম সর্বদা প্রস্তুত। এখানে যেকোনো সময় প্রবেশ করা যায়। এ কারণে ১২১ মিনিট অর্থাৎ দুই ঘণ্টা এক মিনিট সময়ের মধ্যে কাবা তাওয়াফ ও সায়ীসহ উমরার যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করা সম্ভব।

সম্প্রতি এক্স-অ্যাকাউন্টে হারামাইন কর্তৃপক্ষ উমরার সময়কালের একটি বিস্তারিত চার্ট দেওয়া হয়েছে। চার্টে বলা হয়েছে যে, মাতাফ (কাবা চত্বর) থেকে কাবা প্রদক্ষিণ করতে ৪৯ মিনিট সময় লাগে এবং ৮৮ শতাংশ উমরা যাত্রী মাতাফ প্রাঙ্গণ থেকেই পবিত্র কাবা তাওয়াফ করেন।

আরও পড়ুন:  ফেব্রুয়ারিতে এলো ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

আর সায়ী সম্পর্কে বলা হয়েছে, ৭২ শতাংশ উমরা পালনকারী মাত্র ৫৫ মিনিটের মধ্যে সাফা ও মারওয়ার সায়ী সম্পন্ন করেন। অন্যদিকে মসজিদে হারামের বাইরের প্রাঙ্গণ থেকে মাতাফে পৌঁছাতে ১২ মিনিট সময় লাগে, আর মাতাফ থেকে মাসাই (সায়ীর স্থান) যেতে ১১ মিনিট সময়ই যথেষ্ট।

উল্লেখ্য যে, কয়েক বছর ধরে মসজিদে হারাম প্রশাসন মাতাফ প্রাঙ্গণটি শুধুমাত্র উমরা পালনকারীদের জন্য সংরক্ষিত রেখেছে; যাতে এখানে অতিরিক্ত ভিড় না হয় এবং উমরা পালনকারীরা আরামে তাওয়াফ করতে পারেন।

এই ব্যবস্থাপনার কারণে মাতাফে ভিড় কিছুটা কমে যায়। যারা ইহরাম পরেননি এবং কেবল কাবা ঘরের নফল তাওয়াফ করেন, তাদের মসজিদে হারামের ওপরের তলাগুলোতে যেতে হয়, যেখান থেকে তাওয়াফের সময় বেশি লাগে।

আরও পড়ুন:  গেজেটভুক্ত হলেন ৪৩তম বিসিএসে বাদপড়া ১৬২ জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *