নেপাল থেকে বিশেষ বিমানে দেশের পথে বাংলাদেশ দল

নেপালে চলমান বিক্ষোভের কারণে সেখানে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরছে। বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে আজ স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন জামাল ভূঁইয়ারা।

দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল।

তবে ৮ সেপ্টেম্বর দেশটিতে ব্যাপক আন্দোলন শুরু হলে পরদিন ৯ সেপ্টেম্বর নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। একই দিনে ঢাকায় ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় খেলোয়াড়দের হোটেলে অবস্থান করতে হয়।পরিস্থিতি জটিল হয়ে উঠলে খেলোয়াড়দের দ্রুত ফিরিয়ে আনার উদ্যোগ নেয় প্রধান উপদেষ্টার কার্যালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুরোধে সশস্ত্র বাহিনী বিভাগ বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন:  বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়া শুরু করছে চীন
সেই বিমানে করেই আজ দেশে ফিরছে জাতীয় দল। এরপর দলের প্রত্যাবর্তন ঘিরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *